সরকার মানুষকে অত্যাচার করছে : কলিম উদ্দিন মিলন

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। ভোট চুরি করে, রাতের আঁধারে ক্ষমতায় আসা ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছে। ১৯৭১ সালে একটি যুদ্ধ করে স্বাধীনতা এনেছিল এ দেশের মানুষ। এখন আরেকটি যুদ্ধ করতে হবে। এ যুদ্ধের মাধ্যমে দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন আমরা মেনে নেবো না। দেশের মানুষ এখন আর শান্তিতে নেই। অবৈধ সরকার দেশের মানুষকে অত্যাচার করছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায় মানুষ এখন অতিষ্ঠ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহণের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে নূরে আলম ও আবদুর রহিম হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, গ্যাস, তেল, চাল, ডাল, বিদ্যুৎসহ সবকিছুর দাম আজ আকাশচুম্বী। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে ভোলায় আমাদের ভাই আবদুর রহিম, নারায়ণগঞ্জে নূর আলম পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সারা দেশের সাধারণ মানুষ এখন বিএনপির সাথে আছে। আপনারা নিরেপক্ষ ভোট দিয়ে দেখুন সাধারণ মানুষ কার পক্ষে রায় দেন। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তার হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ নুরুল ইসলাম নুরুল, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, বিএনপি নেতা জিয়াউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম বক্স ও ছাত্রদল নেতা মনছুর আহমদ।