চা বাগান মালিকদের সঙ্গে শনিবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

টানা দু সপ্তাহের বেশি সময় ধরে ৩০০টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের আন্দোলনে অচল দেশের সব চা বাগান। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর দৈনন্দিন শিডিউল থেকে এ তথ্য জানা গেছে। ওই বৈঠক শেষে চা শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে আসতে পারে নতুন কোন ঘোষণা।

দৈনিক ৩০০ টাকা মজুরি চেয়ে ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন।

এরপর প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সাধারণ শ্রমিকেরা তা মানছেন না।