৭ ফেব্রুয়ারি আল্লামা হবিবুর রহমানের ঈসালে সাওয়াব মাহফিল

আগামী ৭ ফেব্রুয়ারি প্রখ্যাত শায়খুল হাদীস হবিবুর রহমান (রহ.)-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে এ উপলক্ষে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টা থেকে পরদিন ভোর পর্যন্ত চলবে ঈসালে সাওয়াব মাহফিলের কার্যক্রম।

ঈসালে সাওয়াব মাহফিলকে সামনে রেখে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সংশ্লিষ্টরা।

আল-হাবীব গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি বিষয়ে কথা বলেন লন্ডনস্থ দারুল হাদীস লতিফিয়া’র শিক্ষক ও শায়খুল হাদিস হাবিবুর রহমানের (রহ.)-এর বড় ছেলে মাওলানা আব্দুল আউয়াল হেলাল।

তিনি জানান, অতিতের অভিজ্ঞতা নিয়ে এবারের মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লি ও মেহমানগণের জন্য মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে বিগত বছরের মতো এবারও থাকবে বিশাল প্যাঁন্ডেল ও স্টেইজ। আগত সকল মেহমানদের জন্য থাকবে দু’বেলা খাবারের ব্যবস্থা। মাহফিলে আগত গাড়ি’র জন্য থাকবে পৃথক পৃথক পার্কিংয়ের জায়গা।

তিনি সাংবাদিকদের জানান, এবারের ঈসালে সাওয়াব মাহফিলে ফুলতলী বড় ছাহেব কিবলাহ্ ও অন্যান্য ছাহেবজাদাগণ সহ ফুলতলী ছাহেব বাড়ির নতুন প্রজন্মের আলেমগণ ছাড়াও দেশ-বিদেশের খ্যাতনামা আলেম-ওলামা ও ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুর রব বেলাল, মাওলানা আব্দুল বাকী খালেদ, ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির মাওলানা ফদ্বলুর রহমান ও মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী. সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সদস্য আবু বকর মো. ফয়ছল, সংবাদকর্মী ওমর ফারুক, জাহাঙ্গীর সাহেদ ও উজ্জ্বল আহমদ তোফায়েল প্রমুখ।