৫-১২ বছর বয়সীদের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অল্প দিনের মধ্যেই ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া হবে। এজন্য স্কুল থেকে শিশুদের নিবন্ধন দ্রুত সম্পন্ন করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (২৮ জুন) এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন ‘যারা বয়ষ্কদের টিকা থেকে এটি ভিন্ন । সে টিকার ব্যবস্থা করা হয়েছে এবং ডব্লিউএইচও’র অনুমোদনও আমরা পেয়েছি। ইনশাআল্লাহ আগামী অল্প দিনের মধ্যেই ৫ থেকে ১২ বছর বয়সী ছেলে-মেয়েদের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে।’

তিনি বলেন, ‘যারা এখনো শিশুদের জন্য নিবন্ধন করেননি, তাদের অভিভাবকরা যেন স্কুল থেকে অতি দ্রুত নিবন্ধন করার ব্যবস্থা নেন। কারণ এই শিশুর সংখ্যা অনেক, প্রায় দেড় কোটির মতো আছে।’

জাহিদ মালেক বলেন, ‘করোনা কীভাবে সংক্রমিত হয় এখন আমরা সবাই জানি। আমাদের টেস্টের সংখ্যা অনেক কমে গিয়েছিল। আমি পরামর্শ দেবো বেশি বেশি করে টেস্ট করবেন। মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন বাংলাদেশের মানুষ যেহেতু ভ্যাকসিনেটেড হয়ে গেছে, চিকিৎসা ব্যবস্থাও ভালো। ফলে সাহসের কারণে মানুষ মাস্ক পরতে চায় না। আমি অনুরোধ করব সবাই যেন মাস্ক পরে। বিভিন্ন জেলার প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করেন।’