৩ শতাধিক চাকরি নিয়ে শাবিতে আসছে ৩৫ কোম্পানি

তিন শতাধিক চাকরির পদ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চাকলি মেলার আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে পঞ্চম বারের মতো আয়োজিত হচ্ছে চাকরি মেলা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) শাবি প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি সাকিব হাসান রাসেল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি আয়োজিত এ চাকুরি মেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩৫টির অধিক কোম্পানী ৩ শতাধিক পদে জনবল নিয়োগের জন্য আসবে। এতে বৃহত্তর সিলেটের স্নাতক সম্পন্ন প্রার্থীরা পছন্দের কোম্পানিগুলোতে একাধিক পোস্টের জন্য সুনির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন।

প্রতিবারের ন্যায় এবারও দুই দিনব্যাপী এ মেলা চলবে। এতে প্রতিদিন সকাল ৯টায় হ্যান্ডবল গ্রাউন্ডে মেলা শুরু হবে। প্রথমদিন (৩১ জানুয়ারি) চাকরি প্রত্যাশীদের কাছ থেকে কোম্পানিগুলো জীবনবৃত্তান্ত (সিভি) জমা নিবে। এছাড়াও টেন্টে বিভিন্ন কোম্পানির নির্ভুল নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন গ্র্যাজুয়েটরা।

পরের দিন (১ ফেব্রুয়ারি) কোম্পানিগুলো পদ শূন্যতার ভিত্তিতে সিভি জমাদানকারীদের মধ্যে থেকে নির্বাচিতদের মৌখিক ভাইভা নিবে। এবারের জব ফেস্টে মেঘনা গ্রুপ, নাভানা গ্রুপ, লাফার্জ হলসিম, লাইট ক্যাসেল পার্টনার, আড়ং, এপেক্স, বেঙ্গল গ্রুপ, বিএসআরএম, শেভরন, হামিম গ্রুপ, প্রাণ, আরএফএল, ক্রাউন সিমেন্টসহ অন্যান্য কোম্পানীগুলো অংশ নিবে।

সংবাদ সম্মেলনে ক্যারিয়ার ক্লাবের সহ-সভাপতি তাহমিদ আহমেদ, আমিনুল হক লস্কর, সাধারণ সম্পাদক জুবাইর আহসান, যুগ্ম-সম্পাদক মুনিয়া সুলতানা নিলাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে প্রথমদিন বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে কর্পোরেট ক্যারিয়ার বিষয়ক একটি কর্মশালার আয়োজন করবে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত থাকবেন।

এছাড়া প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, ড. মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।