সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ও রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত এ মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম মাহি’র সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও এমসি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির।
সভায় বক্তারা বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কাজ করবে ছাত্রদল। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে।
বক্তারা আরো বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যাতে আরও ইতিবাচক ও কল্যাণকর করা যায় সেই লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন। মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে ছাত্রদল বদ্ধপরিকর। এজন্য সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে।
বক্তারা বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশের যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই ফ্যাসিবাদের মুখ্য হাতিয়ার ছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা যে গতানুগতিক, লেজুড়বৃত্তিক ও দখলদারত্বের রাজনীতি কায়েম করেছিল তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার কাজ করছে।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদল নেতা এমএ আহাদ শোয়েব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা আতিকুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, জেলা ছাত্রদল নেতা তানভির আহমেদ তাজ, মহানগর ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রশান্ত ঘোষ দীপ, এমসি কলেজ ছাত্রদল নেতা মোস্তাক আহমদ শাকিল, জেলা ছাত্রদল নেতা আবু তাহের, নুরুজ্জামান সাকিব, রাজু আহমদ নাইম, মাসুম আলী, মারুফ আহমদ, তাহের আহমদ, রাকিব আহমদ, আরমান রবি, রাজন আহমদ, রাহাত আহমদ, মুজাহিদ আহমদ প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে সাধারণ ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা কলেজের মাসুদ আহমদ, এমসি কলেজের ইসতিয়াক আহমদ রুহান, কানাইঘাট সরকারি কলেজের কাসিম আহমদ, ইসলামি ব্যাংক ইন্সটিটিউট টেকনিক্যাল কলেজের মেহদি হাসান মাহদি, ক্যান্ট. পাবলিক কলেজের গুলজার আলী, সিলেট সরকারি কলেজের মো. বাঁধন ইসলাম প্রমুখ।