৩০ বছর পালিয়ে থাকা শীর্ষ মাফিয়া গ্রেপ্তার

ইতালির শীর্ষ মাফিয়া ম্যাতেও মেসিনা দেনারোকে সোমবার (১৬ জানুয়ারি) সিসিলির রাজধানী পালেরমোর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, প্রায় ৩০ বছর পলাতক থাকা ম্যাতেও দেশটির ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি।

ম্যাতেও নিজেকে দারুণভাবে লুকিয়ে রেখেছিলেন। এমনকি তিনি দেখতে কেমন, তার কোনো নির্ভুল তথ্য ছিল না পুলিশের কাছে।

ইতালির সংবাদমাধ্যমগুলো জানায়, মেসিনা ক্যানসারে আক্রান্ত। কেমোথেরাপি নিতে ভুয়া নামে পালেরমোর ওই হাসপাতালে যেতেন তিনি। তাকে গ্রেপ্তার করতে যে অভিযান চালানো হয় তাতে সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য অংশ নেন। গ্রেপ্তারের পর মেসিনাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

কুখ্যাত কোসা নোস্ত্রা মাফিয়া দলের প্রধান মেসিনার বিরুদ্ধে অসংখ্য হত্যার অভিযোগ রয়েছে। হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ২০০২ সালে পলাতক অবস্থাতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মেসিনা নিজেই একবার বলেছিলেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন তাঁদের দিয়ে একটি কবরস্থান ভরিয়ে ফেলা যাবে।