২৮ জানুয়ারি বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন আগামী ২৮ জানুয়ারি শনিবার বেলা ২টা ৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।

এদিকে সম্মেলন সফলের লক্ষ্যে ৮ জানুয়ারি বিকাল ৩টায় নগরীর ৮নং ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংগঠক বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যেতি পাল, শ্রমিক নেতা মনজুর আহমদ, মিন্টু যাদব, ইয়াছিন আহমদ, রুমন আহমদ, আফজাল আহমদ, নরেন মোদি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষ আজ সংকটকালীন সময় অতিক্রান্ত করছে। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস উঠছে। পুঁজিবাদী-ফ্যাসিবাদী শোষণ শাসনে ক্রমাগত বৈষম্য বাড়ছে।

বক্তারা, শোষনহীন-গণতান্ত্রিক সমাজ নির্মাণের প্রত্যয় নিয়ে আগামী ২৮ জানুয়ারি ২য সম্মেলন সফল করার জন্য নগরবাসীর আহবান জানান।