সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’।
বিপিএল ঘিরে সিলেটে যে উন্মাদনা, তারই প্রতিচ্ছবি জিয়া ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ফুটে উঠবে বলে আশাবাদী আয়োজকরা।
এই টুর্নামেন্টকে সফল সার্থক ও প্রাণবন্ত করে তুলতে শুক্রবার সিলেট নগরীর হাউজিং এস্টেটে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আহবায়ক এবং ক্রীড়া সংগঠক রেজাউল হাসান কয়েস লোদীকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম ও কোহিনূর আহমেদ।
আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এড মোমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ক্রিকেট সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিন সালেহ, মাহমুদ ইমন, জয়দিপ দাশ, আশরাফ আরমান, সুমায়েত নুরী চৌধুরী, বাহার হোসেন শিশির, ইমরান আলী আহমদ, নাসির উদ্দীন প্রমুখ।
টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের ক্রিকেটারা অংশগ্রহণ করবে জানিয়ে সভায় নেতৃবৃন্দ সর্বস্তরের ক্রীড়ামোদীদের স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন আয়োজক কমিটি।