ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে গভীর সাগরে ভাসতে থাকা বাংলাদেশি ২০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।
গত সোমবার রাতে সিত্রাং উপকূলে আছড়ে পড়ার পর গতকাল মঙ্গলবার গভীর সাগরে অনুসন্ধান চালিয়ে এই বাংলাদেশিদের উদ্ধার করে ভারতীয় কোস্ট গার্ড।
বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় ভারতের হাইকমিশন থেকে এ তথ্য জানা গেছে।
হাইকমিশন বলেছে, সিত্রাং ঘূর্ণিঝড় পরবর্তী একটি সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়েছে। দুদেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক অনুসারে এই জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
উদ্ধার অভিযানের বিষয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর সাগরে কোনো জাহাজ বা নৌযান ভেসে আছে কি না তা দেখতে ‘ডর্নিয়ার’ উড়োজাহাজকে অনুসন্ধানে পাঠায় ভারতের কোস্ট গার্ড। এই অভিযানকালে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের ১৬৬ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ২০ জনকে চিহ্নিত করা হয়।
ওই জেলেরা তাদের ডুবে যাওয়া নৌকা ছেড়ে কোনোমতে ভেসে রয়েছিলেন। তখন ওই উড়োজাহাজ থেকে ভেলা নামানো হয় এবং এতে জেলেদের ওঠানো হয়। এরপর ‘বিজয়া’ নামে একটি জাহাজে উঠিয়ে আনা হয় তাদের। এই জেলেদের চিকিৎসা দেয়ার পাশাপাশি বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।