২০২২ সালে কর্মক্ষেত্রে নিহত ১ হাজার ৩৪ শ্রমিক

২০২২ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১ হাজার ৩৪ জন শ্রমিক নিহত এবং ১ হাজার ৩৭ জন আহত হয়েছেন। এর মধ্যে কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে ১৩৫ জন নিহত এবং ১৫৫ জন আহত হন। বিভিন্ন সেক্টরে ১৯৬টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে, যার মধ্যে তৈরি পোশাক খাতে ১১৫টি।

সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) তথ্য কর্মকর্তা মামুন অর রশিদের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে বিলস।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় যতজন শ্রমিক নিহত হয়েছেন তা ২০২১ সালের তুলনায় ২ শতাংশ কম। ২০২২ সালে বিভিন্ন সেক্টরে সব মিলিয়ে ১৯৬টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৫টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে তৈরি পোশাক খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে বিড়ি শিল্পে। তৃতীয় সর্বোচ্চ ১৪টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে পাট শিল্পে। এছাড়া পরিবহনে ১১টি, টেক্সটাইল শিল্পে ১০টি, হোটেল রেস্টুরেন্ট খাতে ৫টি, রেলওয়েতে ৪টি এবং অন্যান্য খাতে ২২টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।