১৫ লিটার দুধ দিয়ে গোসল আ. লীগ নেতার!

উপজেলা পরিষদ নির্বাচনের ভোটে জয়ী হয়ে ১৫ লিটার দুধ দিয়ে গোসল করলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহসানুল হাকিম সাধন।

বুধবার (২২ মে) উপজেলার কুরশী গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। মুহূর্তে মধ্যে তার দুধ দিয়ে গোসলের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।

এহসানুল হাকিম সাধন গণমাধ্যমকে জানান, তার মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন-নির্বাচনে জয়লাভ করলে দুধ দিয়ে তাকে গোসল করাবেন, সেই ইচ্ছাটা গ্রামবাসী পূরণ করলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর (বুধবার) গ্রামবাসী ১৫ লিটার দুধ দিয়ে তাকে গোসল করান।

২য় ধাপে উপজেলা নির্বাচনে গতকাল মঙ্গলবার রাতে বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে এহসানুল হাকিম সাধনকে (মোটরসাইকেল) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৪২ হাজার ৬৮০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।