১৫ বছরে বিএনপির ৬ শতাধিক নেতা গুম হয়েছেন: কলিম উদ্দিন মিলন

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘বিগত ১৫ বছরে কমপক্ষে আমাদের ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দেড়শড়ও অধিক নেতাকর্মী জীবন দিয়েছেন। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। যারা আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্থতা কামনা করি।’

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার গণমিলনায়তনে আয়োজিত শাল্লা উপজেলা বিএনপির কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘শেখ হাসিনা সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নামে এক লক্ষ আশি হাজার মামলা দেওয়া হয়েছে। এখনও লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা চলমান রয়েছে। নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে তিনি শাল্লা উপজেলাতেও অনেক নেতাকর্মীদেরকে জেলে যেতে হয়েছে। মামলা-হামলায় বিপর্যস্ত হয়েও আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন’।

তিনি আরও বলেন, ‘ ইউনিয়ন, পৌরসভা, উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়েরও বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে জেলার সকল সাংগঠনিক কমিটি পুরনো ও অচল হয়ে পড়েছে। শাল্লাতে উপজেলাতেও কমিটি অনেক পুরনো হয়ে গেছে। উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমরা নতুন করে সাংগঠনিকভাবে কমিটি করতে চাই।’

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য নাদের আহমেদ, আলী আকবর, আনছার উদ্দিন, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ চৌধুরী, ফারুক আহমদ, রেজাউল হক প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি, দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।