১৫ নভেম্বর থেকে ব্যাংকের নতুন সময়সূচি

আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল ১০টায়। চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের অফিসিয়াল সময়সূচি হলো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট সাত ঘণ্টা। বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।