ওসমানীনগরে নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার স্কুলের সেমিনার হলে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
বিশেষ অতিথি ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, দিলশাদ আহমেদ, ফিরোজ মিয়া ও স্কুলের প্রধান শিক্ষক বিজয় দেব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে খুনিরা হত্যা করে নাই, তারা হত্যা করেছে একটি স্বপ্নকে একটি দর্শনকে। রাষ্ট্রের মালিক জনগণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কাজ করেছেন। কিন্তু সেই পথে বাঁধা হয়ে দাঁড়ালো বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। যারা স্বাধীনতা বিরোধী ছিল তারাই বঙ্গবন্ধুকে হত্যা করছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে গেছেন। বারবার তিনি অধিকারের কথা বলেছেন। তিনি সাড়ে সাত কোটি মানুষের অধিকারের জন্য তিনি জীবন দিয়েছেন। বঙ্গবন্ধু আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।