১৩ বছর পর বাংলাদেশের সিনেমায় মিঠুন চক্রবর্তী

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী টলিউডে তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’তে অভিনয় করেছেন। যা ব্যবসাসফল সিনেমা হিসেবেও নাম লিখেছে। এছাড়াও বর্তমানে তাকে দেখা যাচ্ছে ভারতের একটি নাচের রিয়্যালিটি শোতে। সিনেমার বাহিরে রাজনীতিও সরব রয়েছেন তিনি। ভারতে একাধিক কাজের পর এবার ১৩ বছর পর ফের ঢালিউডে কাজ করতে চলেছেন এ অভিনেতা।

প্রাথমিকভাবে সব ধরণের কথাবার্তাও শেষ হয়েছে। বাংলাদেশের সিনেমাতে কাজ করতে ইচ্ছুক তিনি। সিনেমার চিত্রনাট্যকার হলেন আব্দুল জাহির। তিনি বলেন, ‘তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল। আমরা আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। রোববার এ নিয়ে বিস্তারিত কথাও হলো।’

আব্দুল জাহির বলেন, ‘সিনেমার গল্পটি শুনে তা পছন্দও হয়েছে তার। কথা দিয়েছেন সিনেমাটি করবেন তিনি। তবে তার হাতে বর্তমানে আরও দুটি কাজ রয়েছে। সেসব মিলিয়েই আমাদের সঙ্গে শিডিউল মেলাবেন তিনি। আশা করছি, ঈদের আগেই আমরা চুক্তিবদ্ধ হব। হয়তো অক্টোবরের দিকে আমাদের শুটিং হবে।’

জানা গেছে, সিনেমার নাম ‘হিরো’। বাবা ও মেয়ের সম্পর্কের ওপর তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য।

সম্প্রতি বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে তৈরি ভারতীয় বাংলা সিনেমা ‘প্রজাপতি’তে দেখা গেছে মিঠুনকে। আর এবার বাবা ও মেয়ের সম্পর্কের গল্পে থাকবেন এ তুখোড় অভিনেতা। শক্তি সামন্ত পরিচালিত ‘অন্যায় অবিচার’ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় দেখা গিয়েছিল তাকে। যদিও সিনেমাটি ছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত। এরপর ২০১০ সালে শেষবার ‘গোলাপি’ সিনেমাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী।