হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যুক্ত করা যাবে দ্বিগুণ ব্যবহারকারী

গ্রুপ চ্যাটে সদস্য সংখ্যা বাড়ানোর সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এতে গ্রুপগুলো আরও বেশি গতিশীল ও কার্যকরী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এখন থেকে গ্রুপে ৫১২ জন সদস্যকে যুক্ত করা যাবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, আগে ২৫৬ জনের সীমাবদ্ধতা থাকলেও এখন গ্রুপে ৫১২ জনকে যুক্ত করা যাবে। গত এক মাস ধরে বেটা ব্যবহারকারীদের জন্য সুবিধাটি ছিল। তবে এবার সব ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন ব্যবহারকারী সবাই গ্রুপ চ্যাটের নতুন সুবিধা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন। অনেক ব্যবহারকারী এরই মধ্যে ফিচারটি পেয়ে গেছেন। বাকিরাও ২৪ ঘণ্টা বা আরেকটু বেশি সময়ের মধ্যে এটি পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী সাইট ওয়াবেটাইনফো।

হোয়াটসঅ্যাপ গ্রুপের নতুন এই ফিচার আপনি পেয়েছেন কিনা তা জানতে নতুন একটি গ্রুপ ওপেন করুন। এরপর সেই গ্রুপে কাউকে যুক্ত করুন। যেকোনও একজন সদস্য যুক্ত করার পরই স্ক্রিনের ওপরের দিকে সদস্যের সীমা হিসেবে ৫১২ দেখলে বুঝতে পারবেন এরই মধ্যে ফিচারটি আপনি পেয়ে গেছেন।