ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলমের সঙ্গে উপনির্বাচনের সময় সহিংসতার বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নসহ ১২ দেশ যৌথ বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।
দেশগুলো হচ্ছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন।
এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানান তিনি।
সিলেট ভয়েস/এএইচএম