সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ‘হাওরের জন্য ভালোবাসা’ নামের একটি সামাজিক সংগঠন।
শুক্রবার (১ জুলাই) সকালে ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের উত্তরপাড়া, পশ্চিমপাড়া, মড়লবাড়ি ও বড়পাড়াপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
‘হাওরের জন্য ভালোবাসা’ সংগঠনের সমন্বয়কারী জুবায়ের অপুর নির্দেশনায় ও আফজালুর রহমান আজাদের তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম সোবহানী পিকে, সদর ইউপি যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ইফতেখার হাসান পুলেন, আহছানুল হক বাবু, রিয়াদ হাসান, মডেল হিরা শাহ্, মোস্তাকিম পিকে রবিন, রাকিব পিকে, সামছুল হক পিকে তৌহিদ প্রমুখ।
ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই ও ২৫০ গ্রাম চিনি।