হাওররক্ষা বাঁধ পরিদর্শনে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদ নেতারা

দিরাই এবং শাল্লা উপজেলার তুফানখালী বাঁধ, বৈশাখী বাঁধ, জলডুবা বাঁধ, বোয়ালিয়া বাঁধ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাওর প্রতিরক্ষা বাঁধের কাজ সরেজমিন পরিদর্শন করেছেন সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় কৃষক, বাঁধের ঠিকাদার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলে বেড়ি বাঁধের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।

সারাদিন দুই উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শন শেষে সংগঠনের নেতৃবৃন্দ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সাথে মতবিনিময় করে হাওর প্রতিরক্ষা বাঁধের অসম্পন্ন কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেন এবং সরেজমিন পরিদর্শনে পরিলক্ষিত নানান অসংগতি সমূহ অবহিত করেন।

হাওড়ের ফসল রক্ষার্থে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সভাপতি মো. আজিজুল হক এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিহির রঞ্জন দাশ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি পিযুষ কান্তি তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল লতিফ, হাওড় উন্নয়ন বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, তাড়ল ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ, ডা. গোলাপ মিয়া, জমির উদ্দিন, ময়না মিয়া, রোপন মিয়া প্রমুখ।