হরতাল-অবরোধ করে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবেনা : কাদের

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সন্ত্রাসী কর্মকান্ড, পেট্রোল বোমা, হরতাল-অবরোধ করে জনগনের উন্নয়ন বাধাগ্রস্থ করা যাবেনা। শেখ হাসিনার সরকার জনগনের উন্নয়ন ও আস্থার উপর ভরসা করে দেশ চালাচ্ছে।

সোমবার (৬ নভেম্বর) সিলেট সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে বালাগঞ্জের বড়ভাঙ্গা সেতু ও নান্দনিক ঝুলন্ত সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, গুগলে সার্চ করে কোথাও একসাথে একশ সেতু, দেড়শ উন্নয়ন কর্মকান্ড হয়েছে দেখানো যাবেনা। একমাত্র শেখ হাসিনার সরকার এসব উন্নয়ন করেছে। দেশে গণতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচন হবে। আগামী নির্বাচনে জনগন আওয়ামী লীগের নৌকাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

সেতুমন্ত্রী আরও বলেন, তাদের সমাবেশকে ঘিরে ১৮ জন সাংবাদিক নির্যাতন হয়েছে যা অতীতে হয়নি। বিএনপি ৫ বার দুনীর্তিতে চ্যম্পিয়ান হয়েছে তা দেশবাসী জানে। এসময় তিনি দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান।

পরে তিনি আনুষ্ঠানিক ভাবে ১২৮ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন ঘোষণা করেন।

সিলেট সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী এর সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, ইউএনও মারিয়া হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, দক্ষিন সুরমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সহ সভাপতি পিষুস কান্তি দে, বালাগঞ্জ আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল গফুর খালিছাদার, সহ সভাপতি আব্দুল মালিক রুনু, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক এম এ মতিন, রফিকুল আলম, মোঃ জুনেদ মিয়া, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, সদস্য নাসির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, প্রকৌশলী আহসাদ উদ্দিন আহমদ, মোঃ মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল অভি, ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব, ইউপি চেয়ারম্যান মোঃ তৈয়ফুর রহমান শাহীন, বালাগঞ্জ কৃষকলীগের সভাপতি মোঃ আলাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে টুটুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।