হরতালকে কেন্দ্র করে সুনামগঞ্জে আ.লীগ-বিএনপি’র উত্তেজনা

সারা দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের রমিজ বিপনীস্হ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি মিছিলটি বের হয়ে শহরের পুরাতন বাস-স্টেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয় সামনের রাস্তা প্রদক্ষিণ করলে আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের মাঝে কিছুটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়।

পরে পুলিশ বিএনপির কার্যালয়ের পুরো অফিস ঘেরাও করে রাখে। পরে আওয়ামী লীগের মিছিলটি তাদের কার্যালয়ের সামনে থেকে পুনরায় ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশ মিলিত হয়।

এদিকে আওয়ামী লীগের মিছিলের পর হরতালের সমর্থনে সুনামগঞ্জ জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের কার্যালের সামনে বাঁধা দেয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, সকাল থেকে পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত সুনামগঞ্জে কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।