হযরত শাহজালাল ডিগ্রি কলেজে শহিদমিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ-এ স্থানীয় এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে দৃষ্টিনন্দন শহিদমিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলেজ প্রাঙ্গণে শহিদমিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সিলেট ৪ আসনের সাংসদ সাবেক মন্ত্রী ইমরান আহমেদ।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, ভাইস প্রিন্সিপাল অজয় কুমার রায়, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল  ইসলাম, জৈন্তাপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ, কলেজ দাতা সদস্য আজব আলী, কলেজ গভর্নিং বডির সভাপতি হেলাল উদ্দিন, গভর্নিংবডি বিদ্যোৎসাহী সদস্য খাদিমপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, অধ্যাপক শাহেদ আহমেদ, অভিভাবক প্রতিনিধি ডা. আবুল হাসান চৌধুরী, রফিক আহমদ, বাদশাহ মিয়া, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মকবুল আলী মঙ্গল, সাংগঠনিক সম্পাদক নিপেন্দ্র কুমার দাস, সদস্য সাইফুল আলম মতি, উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, সাবেক ছাত্র নেতা আমিন আহমেদ, চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, কলেজ ছাত্রলীগ নেতা, উপজেলা ছাত্রলীগ নেতা হুরায়রা, সুলতানা আহমেদ, কলেজ ছাত্রলীগ নেতা আরিফ প্রমুখ।