হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র উপদেষ্টা চয়নিকা পন্ডিতের সভাপতিত্বে ও জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে কিছু বিপথগামী সেনাসদস্য তাঁকে স্বপরিবারের হত্যার পর বাংলাদেশের উন্নয়ন যাত্রা ব্যাহত হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়তে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়ন যাত্রায় আমাদের অংশ নিতে হবে’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন।

এছাড়া বক্তব্য রাখেন সহকারী প্রক্টর ড. মোঃ আবুবকর সিদ্দীক, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক জাকিয়া সুলতানা কলি, কর্মকর্তাবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সেকশন অফিসার মোঃ গোলাম রাব্বানী, কর্মচারীবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট আবুল কালাম আজাদ, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রাইয়ান ইসলাম রাফি ও প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণী চিকিৎসা অনুষদের শিক্ষার্থী উম্মে হাবিবা জান্নাত।

আলোচনা সভার পর বিকাল ৩ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শোকের মাস আগস্ট উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাসব্যপী কর্মসূচীর সমাপ্তি হয়।