হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। পাশাপাশি খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ।
এ অবস্থায় শহরবাসীকে সতর্ক থাকতে মাইকিং করা হয়েছে। সেই সঙ্গে রাত জেগে বাঁধ পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
সোমবার (২০ জুন) বিকেল থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি। এতে শহর রক্ষা বাঁধ হুমকিতে পড়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।