হবিগঞ্জে সাংবাদিকদের সাথে লিগ্যাল এইডের মতবিনিময়

সরকারী খরচে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মামলা পরিচালনা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে আইনগত সহায়তাকারী সংস্থা লিগ্যাল এইড।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিনামূল্যে আইনি সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে “ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভূমিকা” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হবিগঞ্জ জেলা শহরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভার সভাপতি সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সম্পা জাহান বলেন, মানব পাচারের শিকার, শারীরিক, মানসিক, যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু, পারিবারিক সহিংসতার শিকার এমন ব্যক্তিদের জন্য জেলা লিগ্যাল এইড পাশে আছে।

তিনি আরো বলেন, দুর্বৃত্ত কর্তৃক এসিড দগ্ধ নারী ও শিশুসহ মানুষের মৌলিক আইনি অধিকার ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের কাজ। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে এগিয়ে আসতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর সহ হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।