হবিগঞ্জে মদসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত থেকে মদসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সুজন কুমার ভট্টাচার্য্যসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে গত সোমবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজার এলাকা থেকে ৩০ বোতল বিদেশি মদসহ তাদের আটক করা হয়। এ সময় সীমান্ত এলাকার টেকারঘাট গ্রামের মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন হবিগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি শহরের গোপীনাথপুর চিড়াকান্দি এলাকার বাসিন্দা।

এদিকে দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগে মঙ্গলবার রাতে সুজনকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মো. মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম রবিনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আলী আশরাফ বলেন, উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ইমন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।