হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) । এবার জেলায় ৩ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের হলরুমে প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নূরুল হক।
তিনি বলেন, জেলার ১ হাজার ৮৮৬টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ২৬৬ জন স্বাস্থ্যকর্মী, ৪৪৭ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, ২১৫ জন সিএইচসিপি এবং ৩ হাজার ৭৭০ জন স্বেচ্ছাসেবক এতে দায়িত্ব পালন করবেন।
এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমুখ।