হবিগঞ্জ জেলায় বিশ্ব অটিজম দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ এপ্রিল) সকালে প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও তাসনুভা শামীম ফাউন্ডেশনের সহযোগিতায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধন অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ প্রতিপাদ্যে হবিগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
এসময় উপস্থিত অতিথিগণ, অটিজম শিশু কিশোর কিশোরীদের পাশাপাশি থেকে সর্বক্ষেত্রে উৎসাহ দেখিয়ে আগ্রহী করার তোলার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অটিজম বিষয়ক সংস্থা হবিগঞ্জের সভাপতি কামরুজ্জামান রুবেল।