হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে জুয়ার আসর বসানোর অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রঞ্জিত উড়াং, পুজন বাউড়ি, রিপন মৃধা, আলম রায়, তাসলিম মিয়া, প্রদীপ কর্মকার, লিটন দেবনাথ ও সাধন সাঁওতাল। তারা চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, চান্দপুর চা-বাগানে কালিমন্দিরের পাশে জুয়ার আসর বসানোর খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৬৮০ টাকা ও তাসসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গ্রেপ্তার আটজনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে গ্রেপ্তারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।