হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘন ঘন চুরির প্রতিবাদে শহরের প্রধান সড়ক সাড়ে ৩ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, ইদানিং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘনঘন চুরি সংঘটিত হয়ে আসছে। বিষয়টি পুলিশকে জানানোর পরও কোন কার্যকরি পদক্ষেপ গ্রহন করেনি।
শুক্রবার দিবাগত রাতে শহরের টাউনহল এলাকার মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান গ্রেজেটে চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ টাকা, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিজে যায়। কয়েক মাসের ব্যবধানে এই প্রতিষ্ঠানে তিনবার চুরি হয়েছে।
এর প্রতিবাদে আজ শনিবার দুপুর ১২টা থেকে ৩ ঘন্টা শহরের প্রধান সড়কে বসে অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানে চুরির সংঘটিত হলেও পুলিশ কোন ভূমিকা পালন করছে না। ফলে বাধ্য হয়েই ব্যবসায়ীরা রাস্তায় নেমেছি।’ এসময় ব্যবসায়ীরা হবিগঞ্জ সদর সার্কেল এর সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানের অপসারণ দাবী জানান।