হবিগঞ্জে ইয়ং টাইগার অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা (সিলেট অঞ্চল) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককামরুন নাহার শেফা।
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মঈনউদ্দিন তালুকদার সাচ্চু, যুগ্ম-সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ ও কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।
উদ্বোধনী খেলায় হবিগঞ্জের বিরুদ্ধে জয়লাভ করেছে সিলেট জেলা। তারা ৪ উইকেটে স্বাগতিক হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে হবিগঞ্জ জেলা ৩৬.৫ ওভারে ৬৬ রান করে অল আউট হয়ে যায়। জবাবে সিলেট জেলা ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়।
বিসিবির উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ব্যবস্থাপনা আয়োজিত এই এই ভেন্যুতে অংশগ্রহণকারী অপর দুই জেলা হল সুনামগঞ্জ ও মৌলভীবাজার।