হকার উচ্ছেদে নগরীতে যৌথ বাহিনীর অভিযান

সিলেট নগরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল তিনটার দিকে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, জল্লারপারসহ আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন ফুটপাত ও রাস্তায় বসা দোকান থেকে মালামাল উচ্ছেদ করা হয়। এসময় সেনাবাহিনী, পুলিশ ও সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) রাখি রানী দাশ সিলেট ভয়েসকে বলেন, সিলেট জেলা পুলিশের পুলিশ কমিশনার শহরে ফুটপাত থেকে হকার উচ্ছেদে বিভিন্ন স্টেকহোল্ডার ও হকার নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। হকার নেতারা বলেছেন, তারা নির্ধারিত জায়গায় চলে যাবেন। লালদীঘিরপার হকার্স মার্কেটে সুযোগ-সুবিধা নিশ্চিতে সিলেট সিটি করপোরেশন কাজ করবে।’

অভিযানে কাউকে আর্থিক জরিমানা করা হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে রাখি রানী দাশ বলেন, আজকে কোনো আর্থিক জরিমানা করা হয় নাই। আমরা সকালে এসে সবাইকে সতর্ক করে গিয়েছি। সবাইকে মৌখিকভাবে বলেছি, আপনারা রাস্তায় ও ফুটপাতে জিনিসপত্র নিয়ে বসবেন না। এরই প্রেক্ষিতে আজকে এই অভিযান করা হয়।’

সড়ক ও নাগরিকদের হাঁটা চলাচলের ফুটপাত দখলমুক্ত রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আয়োজিত এক সভায় আজ রোববার থেকে প্রশাসন নগরের ফুটপাত দখলমুক্ত ও হকারে উচ্ছেদে নামবে বলে সিদ্ধান্ত নেয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিমের সভাপতিত্বে ওই সভায় সেনাবাহিনী, সিলেট সিটি করপোরেশন, সিলেট হকার ঐক্য পরিষদ, পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।