ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সুনামগঞ্জের শাল্লার যুবক ঝুমন দাস।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে তাকে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলামের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঝুমন দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে ‘উস্কানিমূলক পোস্ট’ ফেসবুকে শেয়ার করার অপরাধে জিজ্ঞাসাবাদের জন্য ঝুমন দাসকে আটক করা হয়। পরে রাতে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত বছর হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে ঝুমন দাস ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা হয়। পরে দীর্ঘ দিন জেলে থাকার পর জামিনে মুক্ত হন ঝুমন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাকে গ্রেপ্তার করা হলো।