সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মিনি সভা কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. সুখদেব সাহা, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সিনিয়র কনলাসটেন্ট (শিশু) ডা. আশুতোষ সিংহ, কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বণিক, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. বিষ্ণু পদ চন্দ, এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)র মেডিকেল অফিসার ডা. প্রিয়াংকা চাকমা।
জেলা স্বস্থ্য আধিকার ফোরামের সহ-সভাপতি রুনা লেইছ’র পরিচালনায অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি এমদাদুল হক শাহজাহান।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রত্যাশা উপস্থাপন করেন সংগঠনের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন।
বাংলাদেশ হেলথ ওয়াচের বিভিন্ন কার্যক্রম উপস্থাপনা করেন বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী।
অতিথিদের নিবন্ধন ও আসন গ্রহনের সহযোগিতা করেন ফোকাল পার্সন ফয়সল আহমদ।
উন্মুক্ত আলোচনায় অংশনেন, সংগঠনের তথ্যায়ন ও গবেষণা সসম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, সদস্য নূরুল হাসান আতাহের, মো. রুহুল আমিন, উপসেবা তত্ত্বাবধায়ক মহিবুন নেছা, বিম্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য আধিকার ফোরামের সভাপতি দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ।