সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘স্বাধীনতা স্কোয়াড’র উদ্যোগে অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকায় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাধীনতা স্কোয়াডের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা স্কোয়াডের প্রধান উপদেষ্টা ওমর মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ যা তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো দরিদ্র ও অসহায় ব্যক্তিদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা এনে দেয়। নিম্ন আয়ের মানুষের জন্য এটি একটি কার্যকরী সহায়তা, যা তাদের জীবিকার পথ সুগম করে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা স্কোয়াডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান, মমি, নীপা, প্রচার সম্পাদক নেহা ইসলাম, ইন্তিয়া, সাদিয়া, সানজিদা, নিলয় আহমদ, হালিম, মুক্তাদির, রুমি, মো. আলামিন, নাহিদ, নাজমুল, শরীফ, সাকিব, ডলি, ফাহিমা, সামির আহমেদ, সুহানা, রাতুল প্রমুখ।