স্বাধীনতা দিবসে ফুলসাইন্দ বিদ্যালয়ে আলোচনা সভা

নানা আয়োজনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১ নং ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রোববার বিদ্যালয়ে বার্ষিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিজ ফুলসাইন্দ প্রবাসী ঐক্য কল্যান পরিষদের উপদেষ্টা হাজী আব্দুর রফিক, শাবিপ্রবির কর্মকর্তা বিপ্লব শ্যাম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি মো. রোকন উদ্দিন, সাবেক মেম্বার মুক্তাদির আলী, সমাজসেবী নিজাম উদ্দিন, আশিক মিয়া, সেলিম উদ্দিন।

অভিভাবক সদস্য বাশির উদ্দিনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি রুবেল আহমদ, প্রধান শিক্ষক মোছাম্মৎ খাদেজা খাতুন, সহকারি শিক্ষক ফাতেহা বেগম, বর্নালী রায়, ফাতেমা বেগম, সাজেদা বেগম সাকি, তানিয়া সুলতানা, জান্নাতুল ফেরদৌস।

আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তক্ষয়ী সংগ্রাম ও অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫৩ বছরে অনেক ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। নতুন প্রজন্মকেই এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এজন্য সবাইকে স্বাধীনতার চেনতাকে লালন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধু হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

বক্তারা বলেন, পড়ালেখার পাশপাশি শিশুদের ক্রীড়া ও সংস্কৃতি চর্চায়ও এগিয়ে আসতে হবে। তবে শারীরিকভাবে সুস্থ ও সংস্কৃতিমনস্ক একটি জাতি গঠন সম্ভব হবে।

আলোচনা পর্ব শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এরআগে দিনভর বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।