স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পেল বানিয়াচংয়ের মারুফ

জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার স্কুলছাত্র মারুফ জমাদার।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর শিশু একাডেমির দোয়েল চত্বরে দীর্ঘ লাফে ১ম ও ১০০ মিটার দৌড়ে ৩য় স্থান অর্জন করেছে সে।

মারুফ জমাদার বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ত্রিকর মহল্লা গ্রামের ইকবাল জমাদারের ছেলে। সে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত।

উপজেলা স্কাউট লিডার মতিউর রহমান মতি জানান, মারুফ জমাদারের এ অর্জন বানিয়াচংবাসীর অর্জন বলে আমি মনে করি। সে অত্যন্ত মেধাবী। সে একের পর এক উপজেলা, জেলা ও বিভাগে শ্রেষ্ঠ হয়েছে। সারা বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে দীর্ঘ লাফে ১ম ও ১০০ মিটার দৌড়ে ৩য় স্থান অর্জন করা অনেকটাই কঠিন। সে এই কঠিন কাজটি করতে পেরেছে। মারুফ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক গ্রহণ করবে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে। মারুফের এ অবস্থান তৈরি করতে শিক্ষক ফজল উল্লাহ খানের অনেক অবদান রয়েছে।