বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাতায়াতকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বিকেলে এ সংঘর্ষ বাঁধে বলে জানা যায়। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের সাথে বাকবিতন্ডা হয় তাদের।
একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদেরকে ভিতরে যেতে বাঁধা দিলে উভয়পক্ষের হাতাহাতি হয়। এরপর দুইপক্ষই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় আখালিয়া এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ ত্যাগ করলেও গেটের ভেতরে অবস্থান করছে শিক্ষার্থীরা।