ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা ভালো না। স্কটল্যান্ডে চিকিৎসা তত্ত্বাবধানে আছেন ৯৬ বছরের রানি। বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, ব্রিটেনের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। সেখানে তিনি ভালোই ছিলেন। বৃহস্পতিবার সকালে রানির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ জানান। ব্রিটিশ রানিকে তারা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
প্রিন্স চার্লস এবং দ্য ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা বালমোরালে গেছেন। প্রিন্স উইলিয়াম শিগগিরই সেখানে পৌঁছাবেন।
দুই দিন আগে মঙ্গলবার বালমোরাল দুর্গে কনজারভেটিভ নেতা লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন রানি।
প্রথা অনুযায়ী, বাকিংহ্যাম প্যালেস থেকে এই আয়োজন করা হলেও, রানির ৭০ বছরের শাসনামলে এবারই প্রথম স্কটল্যান্ড থেকে এ আনুষ্ঠানিকতা শেষ করতে হয়। কারণ হিসেবে বলা হয়, হাঁটাচলায় সমস্যা দেখা দেয়ায়, ভ্রমণের ঝক্কি নিতে চাচ্ছেন না রানি।
টুইটে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস লেখেন, ‘গোটা জাতি রানির শারীরিক অবস্থার খবরে উদ্বিগ্ন হবে।
‘আমি এবং যুক্তরাজ্যের সব মানুষ মহামান্য রানি এবং তার পরিবারের পাশে আছি।’
এ খবরে বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার উদ্বেগ জানিয়েছেন। দ্রুত রানির সুস্থতা কামনা করেছেন তিনি।