সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুনামগঞ্জের তাহিরপুরের সাত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল মসজিদে তিন শতাধিক পরিবার ঈদের জামাত আদায় করেছেন।
এতে উপজেলার আমতৈল, রজনীলাইন, পুরানঘাট, লাউড়েরগড়, চানপুরগ্রামসহ বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলার শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
সরেজমিনে আমতৈল গ্রামে গিয়ে দেখা যায়, আমতৈল পুরাতন জামে মসজিদের ভেতর ঈদের জামাতপূর্ব আলোচনা করছেন মুফতি মাওলানা মো. তাজুল ইসলাম। শেষে ঈদের নামাজের ইমামতি করেন তিনি। এসময় মসজিদের বাহিরে পুলিশ সদস্যদের দেখা গেছে।
আমতৈল গ্রামের বাসিন্দা আমিরুজ্জামান (৩৫) জানান, আমাদের পূর্বপুরুষরা চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা কিল দরবার শরীফ এর অনুসারী। স্বাধীনতার অনেক আগে থেকেই এভাবে রোজা ও ঈদ পালন করা হচ্ছে।