সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে হজ পালন শেষে মমতাজ বেগম (৪৯) নামে এক বাংলাদেশি হাজি মারা গেছেন (ইন্না…রাজিউন)। রবিবার (১৭ জুলাই) তিনি পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তিনি ময়মনসিংহের বাসিন্দা।

এ নিয়ে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বাংলাদেশের মোট ২২ জন মারা গেলেন। এরমধ্যে পুরুষ ১৫ জন ও নারী সাত জন।

এদিকে ১৭ জুলাই পর্যন্ত হজ পালন শেষে দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে, ১৪ জুলাই থেকে ২৭টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১১টি ফ্লাইট। এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে তিনটি ফ্লাইট।

করোনার কারণে বন্ধ গেলো দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে যেতে পারেননি। এবছর করোনার প্রকোপ কমে আসায় দেশভিত্তিক কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। সেই হিসাবে হজ ব্যবস্থপনার সদস্যসহ সর্বমোট ৬০ হাজার ১৪৬ জন পবিত্র এই ইবাদত পালনে সৌদি আরব যাওয়ার সুযোগ পান। হজ অনুষ্ঠিত হয়েছে ৮ জুলাই।

বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে যেতে বাংলাদেশ থেকে উড়েছে মোট ১৬৫টি হজ ফ্লাইট। এর মধ্যে ৮৭টি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।