সেশনজট নামক ‘অভিশাপ’ থেকে শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে চলতি মাসেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ।
আগামী ২৭ সেপ্টেম্বর বিভাগটির স্নাতকোত্তর ও স্নাতক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে বিভিন্ন বর্ষের ২য় সেমিস্টারের পরীক্ষা। যদিও অন্যান্য বিভাগগুলোতে এখনো ক্লাস চলমান রয়েছে। ফলে অন্যান্য বিভাগ থেকে এ বিভাগের শিক্ষার্থীরা প্রায় এক সেমিস্টার এগিয়ে রয়েছে বলে মনে করছেন বিভাগের প্রধান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।
তিনি বলেন, ‘করোনা ও বন্যা পরিস্থিতিতে আমরা অনলাইনে ক্লাস-পরীক্ষা নিয়েছি। এরপর বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদেরকে ল্যাব ক্লাস করানো হয়েছে। ফলে আমাদের শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে খুব একটা বেগ পেতে হয় নি। একটা সেমিস্টারে যতগুলো ক্লাস নেওয়া প্রয়োজন তার সবটুকুই নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদেরকে দুই সপ্তাহ ছুটি দেয়া হয়েছে।’
এদিকে পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বিভাগটির শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, ‘সেশনজটে থাকার ফলে অনেকের মধ্যে একটা হতাশা ছিল। কিন্তু বিভাগের শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় তা অনেকটা কাটিয়ে উঠতে পারছি আমরা।’
এদিকে অন্যান্য বিভাগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ বিভাগে ২য় সেমিস্টারের ক্লাস চলমান রয়েছে। তবে কবে ফাইনাল পরীক্ষা সম্পন্ন হবে তা এখনো সুনির্দিষ্ট করে বলতে পারেন নি শিক্ষক-শিক্ষার্থীরা। তবে অন্যান্য বিভাগগুলোও দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সেশনজট কমিয়ে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার জন্য অন্য বিভাগগুলোকে আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমেনা পারভীন। তিনি বলেন, ‘আমাদের অনেক ছেলে-মেয়ে দরিদ্র পরিবারের সন্তান। যত দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়া সম্ভব, ততই তাদের জন্য ভালো। এ বিষয়টিকে নজর দিয়ে অন্যান্য বিভাগগুলোও আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে নিবে।’