সুরমা নদীতে পর্যটকবাহী হাউজ বোট পুড়ে ছাই

সুনামগঞ্জের সুরমা নদীতে পর্যটকবাহী একটি হাউস বোট আগুন লেগে পুড়ে গেছে। হাউজ বোটটি উদ্বোধনের অপেক্ষায় ছিল। এসময় নৌকায় কোন পর্যটক ও মাঝিমাল্লা না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি

শুক্রবার (১৪ জুলাই) বেলা সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ী ঘাটে নোঙর করা অবস্থায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, জেনারেটরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নোঙর ছিঁড়ে সুরমা নদীর উত্তর পাড়ে সদরগড় এলাকায় চলে যায় হাউজ বোটটি৷ নদীতে বাতাস বেশি থাকায় দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে৷ ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় নৌকার সুসজ্জিত ভিতর ও বাইরের অংশ। ইঞ্জিন রুমে ফুয়েল ট্যাংক পুড়ে গিয়ে পুরো হাউজ বোটে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ স্টেশন কর্মকর্তা নিউটন দাশ জানান, আমরা খবর পেয়ে এসে দেখি বোটটি জ্বলন্ত অবস্থায় ভাসছে। বোটটি আর ব্যবহার যোগ্য নয়, পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

সিলেট ভয়েস/এএইচএম