সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

দোয়ারাবাজারে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এক আওয়ামী লীগ নেতাকে মারধর মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও তাঁর লোকজন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের (অব. সৈনিক) অফিসে ঢুকে তাঁকে বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মামলা দায়ের হলে গত সোমবার দিবাগত রাত ১টায় দোয়ারাবাজার থানার পুলিশ সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পরমঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হলে তিনি জামিনে মুক্তি পান।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, মারধর, অফিস ও মামলায় সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদকে সিলেট পাঠানটুলা এলাকা থেকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।