সুরমা ইউনিয়নে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে উপ-নির্বাচনে নৌকার পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে নৌকা মনোনীত প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. তাজুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, সুরমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ নেতা মো. তাজুল ইসলাম, তার পক্ষেই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে, নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, দলের বৃহত্তর স্বার্থে তার পক্ষেই সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘যার কাছে নৌকা থাকবে তার পক্ষেই আমরা কাজ করবো। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তেমনি নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী ২৯ ডিসেম্বর সুরমা ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, দোয়ারাবাজার সরকারী ডিগ্রি কলেজ প্রভাষক শের মাহমুদ ভূইয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রস্ততি কমিটির সদস্য আলী আকবর, গুরুধন দাস, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. এখলাছুর রহমান ফরাজি, ব্যবসায়ী সুমন মিয়া, আওয়ামী লীগ নেতা বরুণ চন্দ্র দাস, আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল মিয়া, আবুল খায়ের, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুর রউফ, কবির আহমদ, গিয়াস উদ্দিন, ইউপি সদস্য জামাল উদ্দিন, হাসান আলী, আব্দুল হামিদ প্রমুখ।