সুনামগঞ্জ সদরে খায়রুল হুদা বিজয়ী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সদরে খায়রুল হুদা চপল।

বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ৩৬ হাজার ৩১১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি স্মরণ আনারস প্রতীক পেয়েছেন  ২৫ হাজার ৪৭০ ভোট। অপর প্রার্থী যুবলীগ নেতা অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু পেয়েছেন ১৬ হাজার ৬২০ ভোট পেয়েছেন।

বুধবার রাতে সহকারী রিটানিং কর্মকর্তা মৌসুমী মান্নান এ ফলাফল ঘোষণা করেন।  এর আগে বুধবার (৫ জুন) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ফেদাউর রহমান।  তিনি মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৬৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮৫৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নিগার সুলতানা কেয়া। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৪৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চম্পা বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ২৪৮ ভোট।