সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতিসহ ১০ নেতাকর্মী গ্রেপ্তার

সুনামগঞ্জে জেলা যুবদলের সভাপতিসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে অবরোধ কর্মসূচির সমর্থনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হলে সেখান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা তৌহিদ চৌধুরী, ইজাজুল হক চৌধুরী, শামছুল হক, সাকিব মুন খোকন, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নেতা হেনু মিয়া।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখিতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামী।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের অন্যায় আচরণ সহ্যের সীমা অতিক্রম করেছে।