৬ মাসের মাথায় পূর্ণাঙ্গ হয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি। দ্রুত সময়ে পূর্ণাঙ্গ হলেও কমিটিতে আত্মীয়করণের অভিয়োগ উঠেছে। সাবেক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতাদের বাদ দিয়ে সভাপতি ও সাধারণ সস্পাদকের বিরুদ্ধে নিজেদের পরিবারের লোকদের স্থান দেয়ার অভিযোগ উঠেছে।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় পদে আছেন ৩৯ জন। সদস্য হিসেবে স্থান পেয়েছেন আরও ৩৬ জন। এছাড়া ১১ জনকে করা হয়েছে উপদেষ্টা। সভাপতি নুরুল হুদা মুকুট ছাড়াও সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন তার আপন ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল ও ছেলে কামরুল হুদা সচি।
মুকুটের নিকট আত্মীয় আমিনুর রশিদ রনক পেয়েছেন শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদকের পদ। রনক দীর্ঘদিন ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের বিরুদ্ধে স্বজনপ্রীতির গুরত্বর অভিযোগ উঠেছে। তিনি আপন ভাই নাদের বখত ও লন্ডন প্রবাসী ভাগ্নে আজহারুল ইসলাম সিপারকে সহ সভাপতি পদে স্থান দিয়েছেন। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী সহ সভাপতি ও তার ছোট ভাই শামীম আহমদ চৌধুরী পেয়েছেন যুগ্ম সম্পাদকের পদ।
এছাড়া দুই দম্পতিও ভাগিয়ে নিয়েছেন জেলা কমিটির গুরুত্বপূর্ণ চারটি পদ। সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া আসাদুজ্জামান সেন্টুর স্ত্রী নাসরিন সুলতানা দিপা পেয়েছেন মহিলা বিষয়ক সম্পাদকের পদ। সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার ও তাঁর স্বামী বিপ্লব শাহরিয়ারও কার্যনির্বাহী সদস্য হয়েছেন। এছাড়া সাবেক এমপি প্রয়াত রইছ উদ্দিনের দুই পুত্র ব্যারিস্টার এনামুল কবির ইমন ও খায়রুল কবির রুমেনও আছেন জেলা কমিটিতে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে জেলা জাসদের বর্তমান সভাপতি আবু সুফিয়ান জায়গা পেয়েছেন। এছাড়া গঠনতন্ত্র না মেনে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিৎ সরকারকে করা হয়েছে জেলা কমিটির সদস্য। লন্ডন প্রবাসী সৈয়দ আবুল কাসেম, মাসুক আহমদ সর্দারকে করা হয়েছে সদস্য।
প্রবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পদ পেলেও ২০০০ সাল পরবর্তী ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাবেক অনেক ছাত্র নেতা ও যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের অনেক ত্যাগী নেতার ঠাঁই হয়নি পূর্ণাঙ্গ কমিটিতে।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
গেল ১১ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনকে নির্বাচিত করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সম্মেলনের ৬ মাস পর শনিবার বিকালে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়।
সিলেট ভয়েস/এএইচএম