সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাদের নামে চাঁদা দাবির ঘটনায় এক ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি ও মুস্তাক আহমেদ এবং আদালতের আইনজীবী সহকারি কবির হোসেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আটক করা হয়।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে জেলা দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রদলের এই দুই নেতা ও এক আইনজীবী সহকারি। এ সময় তাদের তিনজনকে আটক রেখে খবর পাঠানো হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুলকে।
তিনি তাৎক্ষণিক চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানালে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ছাত্রদলের এই দুই নেতা জেলা যুবদল সভাপতি আবুল মনসুর শওকত ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাসিম চৌধুরীর ঘনিষ্ঠ কর্মী বলে জানা গেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল জানান, ‘জেলা বিএনপির ইমেজ জনগণের কাছে নষ্ট করতে এ চক্রান্ত করা হচ্ছে। সামনে নির্বাচন, আমরা সে ভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও আমাদের বিভাগীয় আলোচনায় এ নির্দেশনা দিয়েছেন যে কেউ যদি বিএনপির সাথে থেকে চাঁদাবাজি বা অন্য কোনও অপকর্মের সাথে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কাউকে ছাড়া দেয়া হবে না।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, ‘জেলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছে চাঁদা দাবি করায় আমরা তিনজনকে আটক করেছি। অভিযোগকারী মামলা দায়ের করার পর আমরা আসামিদের আদালতে সোপর্দ করবো।’